আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে আন্তজেলা চোর চক্রের প্রধান আনারুল মোড়লসহ তার দলের সদস্যরা ভ্যান চুরি করে পালানোর সময় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল কলিবাড়ী বাজারের জনতা তাদেরকে ধাওয়া করলে আনারুল ভ্যানসহ ধরা পড়লেও তার দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় জনতা গনধোলাই দিয়ে তাকে আটক রেখে গতকাল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবীরের নিকট জানায়। ওসি খবর পেয়ে সেকেন্ড অফিসার এসআই সেলিম জাহাঙ্গীরকে ঘটনাস্থলে হাজির হয়ে তাকে থানায় নিয়ে আসতে বললে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আটককৃত আনারুলকে চোরাই ভ্যানসহ স্থানীয় জনতা পুলিশের কাছে সোপর্দ করে। সে আন্তজেলা চোর চক্রের প্রধান তালা উপজেলার পাটকেলঘাটার কুমারখালী গ্রামের সিরাজুল মোড়লের ছেলে আনারুল মোড়ল।
পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর থানা পুলিশ তার কাছে জিজ্ঞাসা করলে সে স্বীকার করে বলে সে দীর্ঘদিন যাবৎ ধরে আশাশুনি, কালিগঞ্জ, সাতক্ষীরা ,তালা উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় তার দলের সদস্যদের নিয়ে মোটর সাইকেল, ইজিবাইক ও ব্যাটারী চালিত ভ্যানসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে আসছে।
এ ব্যাপারে ডিউটি অফিসার এসআই আমিরুল ইসলাম এ প্রতিবেদকে জানান চোরাই ভ্যানসহ আটক আনারুল সহ তার দলের সদস্যদের বিরুদ্ধে আশাশুনি থানায় ১৬(২১) নং চুরি মামলা রুজু করা হয়েছে। তাকে সোমবার কোট হাজতে প্রেরন করা হয়েছে।
