হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জাতীয শোক দিবস পালিত

আশাশুনিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জাতীয শোক দিবস পালিত

কর্তৃক
০ মন্তব্য 68 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ দিবসের কর্মসূচি পালন করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে ১৫ আগস্ট উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু,দপ্তর সম্পাদক জগদিস চন্দ্র সানা, আওয়ামী লীগ নেতা মোঃ মুজিবর রহমান,বুদ্ধদেব সরকার, মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা রহিম,সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজা সেলিম, যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃমহিতুর রহমান, শ্রমিক লীগের সভাপতি ঢালী শামসুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, কৃষক লীগের সাধারণ সম্পাদক মতিলাল সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, সাধারণ সম্পাদক বিকাশ কুমার মন্ডল, সাবেক ছাত্রলীগ নেতা এসএম হোসেনুজামান হোসেন,ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুর রহমান তাজ, সম্পাদক তানভীর রহমান রাজ প্রমুখ। আশাশুনি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর শোক ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,শোক র্যালি, ভার্চুয়াল আলোচনা সভা, দুপুরে এতিম ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং মসজিদে দোয়া মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন