হোম অন্যান্যসারাদেশ আশাশুনি হাসপাতালে পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

আশাশুনি হাসপাতালে পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 110 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী স্বল্পতার কারণে নিজ উদ্যোগে পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার সুদেষ্ণা সরকার। শনিবার সকাল ১০ টায় টিএইচও এর অফিস পক্ষে কে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। করোনার নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য সহকারীদের মধ্য পিপিই এবং স্বাস্থ্য পরিদর্শকদের জন্য মাক্স ,হ্যান্ডগ্লাভস ও সাবান বিতরণ করা হয়। স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ কালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার সুদেষ্ণা সরকার বলেন যারা ঝুঁকি নিয়ে করোনার নমুনা সংগ্রহ ও আনুষঙ্গিক কাজ করছে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আমি ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে এই স্বাস্থ্য সামগ্রী ক্রয় করে বিতরণ করেছি। তারা যাহাতে উৎসাহিত হয়ে মনোবল নিয়ে কাজ করতে পারে সেজন্য আমি সর্বদা তাদের পাশে থেকে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি।বিতরণ অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ এনামুল হক, সহঃ স্বাস্হ্য পরিদর্শক কবীর আহমেদ, আকরম হোসেন, শহীদুল ইসলাম, রমেশ চন্দ্র মন্ডল, স্বাস্হ্য সহকারী ( এস আই টি) এস এম মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন