নিজস্ব প্রতিনিধি :
আশাশুনি গোদাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চুরি যাওয়া গ্রীলসহ এক ব্যাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। স্কুলের প্রধান শিক্ষক জেসমিন আরা ডলি জানান বুধবার বিকালে স্কুল ছুটির পড়ে কেউ না থাকার সুযোগে আশাশুনি সদরের শ্রীকলস গ্রামের ওয়াদুদ গাজীর ছেলে ভ্যান চালক আব্দুর রহমান স্কুলের গ্রীল খুলে নিয়ে যায়।
বিষয়টি জানতে পেরে আমরা খোঁজ খবর নিয়ে দেখি গ্রীলটি সে চাম্পাফুল বাজারের ভাংড়ি ব্যাবসায়ী আব্দুল করিমের কাছে বিক্রি করেছে।এরপর ওই ব্যাবসায়ীর সহযোগিতায় তাকে স্হানীয় লোকজন আটক করে থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে এসআই নবাব আলী চাম্পাফুল বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের কাছে থেকে তাকে হেফাজতে নিয়েছেন।এর আগে স্কুল থেকে মটর ও টিউবওয়েল চুরি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।