হোম অন্যান্যসারাদেশ আশাশুনি সাতক্ষীরা সড়কের বুধহাটা বাজার অংশে সড়কের চরম দুরাবস্থা

আশাশুনি সাতক্ষীরা সড়কের বুধহাটা বাজার অংশে সড়কের চরম দুরাবস্থা

কর্তৃক
০ মন্তব্য 125 ভিউজ

এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার প্রাণ কেন্দ্র বুধহাটা বাজারের মেইন সড়কে পানিতে নদীর মত দৃশ্যের অবতারণা হয়েছে। হাটু পানিতে সড়কে চলাচল রীতিমত অসাধ্য হয়ে উঠেছে। বুধহাটা বাজারের কুল্যার মোড় থেকে গাজী মার্কেট পর্যন্ত প্রায় আধা কিঃমিঃ সড়ক সড়ক ও জনপদ বিভাগের।

সড়কটি দীর্ঘকাল বড় বড় গর্তের কারণে পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের জন্য ভীতিকর ছিল। গত বছর সড়কটির নির্মান কাজ শুরু করা হলেও করোনার কারনে বর্তমানে বন্ধ রয়েছে। সড়কে বর্তমানে আবার বড় বড় গর্ত ও চলাচল অনুপযোগি হয়ে পড়েছে। বৃষ্টি নামলেই বর্ষার পানিতে সড়কে হাটু পানিতে টইটম্বুর করে। পথচারীদের যাতয়াত অসম্ভব হয়ে ওঠে। যানবাহন চালানও কষ্টকর হয়ে পড়ে।

যখন যানবাহন হেলতে দুলতে দুলতে সড়ক দিয়ে চলতে থাকে, তখন চাকার ধাক্কায় সড়কের কর্দমাক্ত পানি ছিটকে পথচারী, অন্য যানবাহন ও দোকানীদের ঘরে গিয়ে পড়ে। ফলে সকলে কাদাপানিতে গোসল করার ভয়ে রীতিমত ভীতিকর অবস্থায় এখানে চলাচল করতে বাধ্য হয়ে থাকে। গর্তে ও পানি-মাটির মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে অনেক যানবাহন দুর্ঘটনা কবলিত হয়ে থাকে। সড়ক ও জনপদ বিভাগসহ উর্দ্ধতন কর্তৃপক্ষ এহেন পরিণতির হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করতে দ্রæত পদক্ষেপ নেবেন এ দাবী সকলের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন