হোম অন্যান্যসারাদেশ আশাশুনি সরকারি কলেজে অবশেষে বদলী হওয়া দূনীতিবাজ অধ্যক্ষ মিজানুর রাতে পলায়ন! নবাগত অধ্যক্ষ’র যোগদান

আশাশুনি প্রতিনিধি :

অবশেষে পাবনায় বদলী হওয়া আশাশুনি সরকারি কলেজে অনিয়মকারী ও দূনীতিবাজ রাজশাহীর ৯০ দশকের শিবির ক্যাডার অধ্যক্ষ মিজানুর রহমান চার্জ বুঝে না দিয়েই রাতে পালিয়ে গিয়াছে। এরপর গত ৩০ সেপ্টেম্বর আশাশুনি সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ এ উপজেলার কৃতি সন্তান শিক্ষাবিদ সকলের প্রিয় আবুল কালাম আজাদ যোগদান করেছেন। তিনি কলেজে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহন করেন।

সাতক্ষীরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদের আশাশুনি সরকারি কলেজে যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক সুশীল কুমার মন্ডল।

অনুষ্ঠানে নবাগত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী আছাদুল ইসলাম, সহযোগি অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) জিয়াউর রহমান, সহযোগি অধ্যাপক (ব্যবস্থাপনা) আশরাফুল আলম, সহযোগি অধ্যাপক (ইতিহাস) মনিরুল ইসলাম, সহযোগি অধ্যাপক ও শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রভাষক অরুনাংশু বিশ্বাস, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) আবুল কালাম আজাদ, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) মফিজুল ইসলাম, প্রভাষক (হিসাব বিজ্ঞান) মহিতোষ নন্দী, প্রভাষক (গণিত) আছাদুল হক, প্রভাষক (ইতিহাস) ইদ্রিস আলী, প্রভাষক (ভূগোল) যুগ্ম সম্পাদক (ক্লাব) সাধন কুমর সরদার, আশাশুনি সরকারি কলেজের অধ্যাপক হাবিবুর রহমান, জাকির হোসেন, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

নবাগত অধ্যক্ষ আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধীসহ বিশ্বের প্রখ্যাত রাষ্ট্রনায়করা একা একাই নয় বরং বাংলাদেশের প্রসিদ্ধ ৪ নেতার মত তাদের পাশের মানুষদের সাথে নিয়ে কাজ করে সফলতার শিখরে উঠেছেন। আমি অধ্যক্ষ হিসাবে আপনাদেরকে কেবল কলিক হিসাবে ভাবতে চাইনা, আপনারা আমার ভাই-বোন, আপনাদের পাশে নিয়েই আমি কলেজের উন্নয়ন ও কলেজকে সম্মানজনক স্থানে নিতে প্রচেষ্টা চালাতে চাই। সকল শিক্ষক কর্মচারীর আমার কাছে নিরাপত্তা পাওয়ার অধিকার আছে, আপনাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ন্যায্যতা বিবেচনা করে সামনে এগুতে চাই। আইনে যতটুকু এ্যালাও করে আমি তা অবলম্বন করে কলেজ ও কলেজের কাজ এগিয়ে নেব। শিক্ষক হিসাবে আমি আমার শিক্ষকতা জীবন এতদূর নিয়ে এসেছি। আমি চাই এখানেও শিক্ষার দিকটাকে প্রধান্য দিয়ে কাজ করতে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন