হোম খুলনাসাতক্ষীরা আশাশুনি বুধহাটায় বেওয়ারিশ অসহায় বৃদ্ধার মৃত্যু

আশাশুনি বুধহাটায় বেওয়ারিশ অসহায় বৃদ্ধার মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ
সংকল্প ডেস্ক:
আশাশুনি উপজেলার বুধহাটায় অসহায় বেওয়ারিশ বৃদ্ধ (৫৫) দীর্ঘ ভোগান্তির পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
প্রায় দুই বছর নাম পরিচয় হীন, কথা বলতে না পারা, প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধটি রাস্তার উপর, পাশে চরম অবহেলায় কাটিয়ে এসেছে। বৃষ্টি, ঝড়, রৌদ্র, শীতের প্রকোপ খোলা আকাশের নিচে থাকায় তার শরীরের উপর দিয়ে বয়ে গেছে। কখনো কখনো তাকে একটু নিরাপদের চেষ্টা করা হলেও তা ছিল কয়েকদিনের জন্য। এলাকার মানুষ তাকে দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করলেও শরীরের আশ্রয়ের সুযোগ হয়নি। এনিয়ে পত্রপত্রিকায় একাধিকবার স্বচিত্র প্রতিবেদন করা হলেও সরকারি, বেসরকারি কোন প্রতিষ্ঠান বা সহৃদয় কারো আশ্রয় তার ভাগ্যে জোটেনি। বাধ্য হয়ে স্থানীয় সাংবাদিক ও কেউ কেউ কাপড়ে ঘেরা ছোট্ট বাসায় তার রাখার চেষ্টা করেন। এই কাপড়ে ঘেরা বাসার মধ্যে বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃত্যুর খবর পেয়ে বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সাংবাদিকরা প্রশাসন, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্থানে খবর দিলে ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, জামায়াতের কর্ম পরিষদ ও শুরা সদস্য এড. শহিদুল ইসলাম, থানার এসআই তুষার কান্তি মাহাতো, অনাথ মিত্র ও বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আব্দুল হান্নান উপস্থিতে গ্রাম পুলিশরা তাকে সরকারি কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন