হোম অন্যান্যসারাদেশ আশাশুনি বাকি রাজাকারের ছেলে আছিব পুলিশের সোর্স; অতিষ্ঠ এলাকাবাসী

আশাশুনি বাকি রাজাকারের ছেলে আছিব পুলিশের সোর্স; অতিষ্ঠ এলাকাবাসী

কর্তৃক
০ মন্তব্য 87 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকাবাসীদের অতিষ্ঠ করে তুলেছে রাজাকার পুত্র আছিব ইকবাল নামের এক যুবক। সে আশাশুনি বুধহাটা ইউনিয়নের দক্ষিন চাপড়া গ্রামের মৃত বাকী বিল্লাহ রাজাকার পুত্র। এ ব্যাপারে সরেজমীনে জানাগেছে সে দীর্ঘদিন যাবৎ আশাশুনি থানার পুলিশ সোর্স পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন ব্যক্তিকে মাদক ব্যবসায়ী ও সেবনকারী সাজিয়ে বলে তোদেরকে পুলিশ খুজে বেড়াচ্ছে। তারা বলে আমরা এর সাথ জড়িত না ও এমন কোন অপরাধ যে পুলিশ খুজবে। তখন পুলিশের সোর্স পরিচয় আছিব বলে তোরা তো মাদক ব্যবসায়ী ও সেবনের সাথে জড়িত আছিস সে কারনে পুলিশ তোদের খুঁজে বেড়াচ্ছে। ফলে বর্তমান পরিস্থিতিতে অনেকেই তার সাথে যোগাযোগ করে অনুরোধ করে যে ,আমরা এর সাথে জড়িত না। এর পরেও সে কোন তোদের কোন অজুহাত খাটবে না। তখন তারা বলে বাঁচতে কি করতে হবে তখন সে (আছিব) বলে যদি টাকা পয়সা দিতে পারিস তাহলে তোকে থানা পুলিশকে বলে সমস্যা সমাধান করে দেবো। অনেকেই তার কথামত ভয়ে ও মান সম্মানের দিক তাকিয়ে তার সাথে যোগাযোগ করলে সে ১৫হাজার থেকে ২০হাজার টাকা চেয়ে বসে। যে দিতে পারে তার কোন সমস্যা হয় না,আর যে টাকা দিতে ব্যার্থ হয় তাকে পুলিশ দিয়ে হয়রানী করাসহ মাদকের তালিকায় নাম ঢুকিয়ে গ্রেফতার করে জেলের ঘানি টানায়। তা ছাড়া পুলিশের সোর্স পরিচয় নামধারী আছিব বিভিন্ন এরাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ অন্যান্য অপরাধিদের সাথে সক্ষ্যতা বজায় রেখে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নচ্ছে। এভাবে সে বাড়ী গাড়ি ও অনেক টাকার মালিক হয়েছে। এ যেন আঙ্গুল ফুড়ে কলাগাছ। এভাবে সে দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন মানুষের হায়রানী করে আসছে। তার এহেন কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তার এ খুটির জোর কোথায় ,কার ছত্রছায়ায় থেকে এহেন কর্মকান্ড করে পার পেয়ে যাচ্ছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহনে জোর দাবী জানিয়ে জেলা পুলিশ সুপারের আশুহস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন