হোম অন্যান্যসারাদেশ আশাশুনি প্রেসক্লাবে ও রিপোর্টাস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইউএনও নাজমুল হুসেইন খাঁন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইউএনও নাজমুল হুসেইন খাঁন। রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন বলেন, প্রশাসন জনপ্রতিনিধি সাংবাদিক মিলেমিশে কাজ করলে দ্রুত আশাশুনির সার্বিক উন্নয়ন সম্ভব।

এজন্য আমি আশাশুনিতে যোগদানের পর থেকে সকল সেক্টরের মানুষের সাথে কথা বলা, সুবিধা-অসুবিধা সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে ইমাম, শিক্ষক, কৃষক, নারী সংস্থা, জন প্রতিনিধিদের সাথে কথা বলে সরকারের গৃহীত ও বাস্তবায়িত কর্মকান্ড সম্পর্কে অবহিত করার কাজ করেছি।

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পিআইও সোহাগ খান, প্রেসক্লাবের সভাপতি জি,এম আল ফারুক, প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সহ-সভাপতি আলী নেওয়াজ, আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, ফায়জুল কবির প্রমুখ।

এরআগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে একই ভাবে প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় রিপোর্টান ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক আহসান উল্লাহ বাবলু সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেন।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন