হোম অন্যান্যসারাদেশ আশাশুনি গণমুখী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

আশাশুনি গণমুখী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 184 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি বাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ)। রবিবার সকালে এনজিএফ কার্যালয় চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ঘুর্ণিঝড় আম্ফানের তান্ডবে পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধ ভেঙ্গে আশাশুনি সদরের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারা, মৎস্য ঘের ভেসে যাওয়ায় চর বিপাকে পড়েছেন। অনেক মানুষ এখন গৃহহারা হয়ে আশ্রয় কেন্দ্র বা অন্য কোন স্থানে বসবাস করতে বাধ্য হচ্ছেন। এসব অসহায় মানুষকে সহায়তা দানের লক্ষ্যে এনজিএফ ত্রাণ সহায়তা প্রদান করেছেন। এলাকার ১০০ পরিবারকে চাল, ডাল, আলু, তেল সমন্বয়ে একটি করে প্যাকেট প্রদান করা হয়। সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন। এসময় এনজিএফ ব্রাঞ্চ ম্যানেজার নূর মোহাম্মদসহ সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন