হোম অর্থ ও বাণিজ্য আলো আসবে পুঁজিবাজারেও, বললেন বিএসইসি চেয়ারম্যান

বাণিজ্য ডেস্ক :

চলমান সংকট কাটিয়ে পুঁজিবাজারে শিগগিরই আলো আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী-রুবাইয়াত-উল ইসলাম।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে অল্টারেনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্লাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ট্রেনের উদাহরণ টেনে বিএসইসির চেয়ারম্যান বলেন, ট্রেন যখন চলে, তখন মাঝে মধ্যে সুরঙ্গের মধ্যে পড়ে, তখন সব অন্ধকার হয়ে যায়। তখন আমাদের ভয় পেলে চলবে না। কারণ ট্রেন বাইরে এলে, আবার সব আলোকিত হয়ে যায়। তেমনি পুঁজিবাজারেও আলো আসবে।

তিনি বলেন, সামনের দিনগুলোতে এটিবির সুফল পাওয়া যাবে। এ পদ্ধতি আরও ৩০ বছর আগে চালু হওয়া দরকার ছিল। আমাদের বিনিয়োগকারীরা আগে বদ্ধ পরিসরে ছিল। এক্সিট পদ্ধতি না থাকলে মানুষ বিনিয়োগ করতে চায় না।

বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের কাছে এখনও অনেক নতুন প্রজেক্টের প্রস্তাব আসে বলে জানিয়েছেন বিএসসিই চেয়ারম্যান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিনার শামসুদ্দিন আহমেদ।

পুঁজিবাজার নিয়ে আস্থা না হারানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে আস্থা হারানোর কোনো কারণ নেই। আপনারা সবাই আস্থা রাখবেন, বাজার ভালো হবেই।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন