হোম অন্যান্যসারাদেশ আলতাপোল মধ্যপাড়া সঃ প্রাঃ বিদয়ালয়ে মা সমাবশ ও গাছের চারা বিতরণ

ভ্রাম্যমান প্রতিনিধি:

কেশবপুরের উপজেলার আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদয়ালয়ে মা সমাবশ, পরীক্ষার ফলাফল ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মশিয়ার রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার (প্রাথমিক বিদ্যালয়) আনিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কেশবপুর উপজেলার সাবেক পৌর কমিশনার সাংবাদিক ওয়াজেদ খান ডব্লিউ, আলতাপোল নিউ নার্সারীর স্বত্ত্বাধিকারী হোমিও ডাঃ প্রশান্ত দাঁ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইউপি সদস্য শাহানাজ পারভিন, আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ।

অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন, লাবনী বিশ্বাস, মারুফা বেগম, আসিয়া বেগম, মুক্তা বেগম, মিনুরা খাতুন, মিনারা খাতুন, ফিরোজা খাতুন, আছিয়া খাতুন, রানী বিশ্বাস, জেসমিন খাতুন প্রমূখ।

আলতাপোল নিউ নার্সারীর স্বত্ত্বাধিকারী হোমিও ডাঃ প্রশান্ত দাঁ আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদয়ালয়ের শিক্ষার্থীদের জন্য হিমসাগর, আম্রপালি, গোবিন্দভোগ, মাল্টা চায়না থ্রি লেবু, কাটিমুন আমসহ বিভিন্ন জাতের ৫০ টি চারা দান করেন।

এসময় তিনি বলেন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতি বছর গাছের চারা দান করে থাকি। চারা প্রয়োজন হলে আমি আরও দিব। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিছুর রহমানসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা গাছের চারা দানকারী প্রশান্ত দা ‘কে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি হয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয় চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন