হোম জাতীয় আর্জেন্টিনা সমর্থকের বাড়িতে ব্রাজিল সমর্থকদের হামলা, ভাঙচুর

জাতীয় ডেস্ক :

পূর্ব শত্রুতার জের ধরে ফুটবল বিশ্বকাপ খেলাকে পুঁজি করে রাজশাহীতে এক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর বিলসিমলা এলাকায় আবদুল কুদ্দুসের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ খেলাকে পুঁজি করে এলাকার মামুন ও হানিফের নেতৃত্বে কয়েকজন যুবক আমাদের বাড়িতে হামলা করে। দেশীয় অস্ত্র নিয়ে তারা বাড়ির দরজা জানালা ভাঙচুর করে।

এ সময় আব্দুর কুদ্দুসের ছেলে রায়হান ও হোসাইন রিফাত নামে দুইজন আহত হন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা এখন বাড়িতেই অবস্থান করছেন। এ ঘটনায় শঙ্কিত পরিবারের আব্দুল কুদ্দুস বাদী হয়ে রাতেই নগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাইদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত পূর্ব শত্রুতাকে জের ধরে গতকাল বিশ্বকাপের সেমি-ফাইনালে ব্রাজিলের হারের পর ওই এলাকার ফুটবল সমর্থকদের দুটি গ্রুপ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ওই দ্বন্দ্বের জেরে ব্রাজিলের সমর্থকরা বাড়িটিতে হামলা চালায়। পরে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন