হোম খেলাধুলা আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমার-ভিনিসিয়ুসসহ ১০ ব্রাজিলিয়ান

আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমার-ভিনিসিয়ুসসহ ১০ ব্রাজিলিয়ান

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
আগামী ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এই ম্যাচের আগে বেশ বড় দুশ্চিন্তায় রয়েছে সেলেসাওরা। কেননা আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছেন নেইমারসহ ১০ ব্রাজিলিয়ান ফুটবলার।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ২১ মার্চ ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। দুই দল মুখোমুখি হবে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে। সেই ম্যাচে ব্রাজিলের ১০ ফুটবলার হলুদ কার্ডের খড়গ নিয়ে খেলতে নামবেন।

অর্থাৎ সেই ১০ জনের কেউ যদি কলম্বিয়‍ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন, তাহলে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না। দক্ষিণ আমেরিকার অঞ্চলের (কনমেবল) বাছাইয়ের নিয়ম অনুযায়ী, একজন ফুটবলার দুটি হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচে আর খেলতে পারবেন না।

আর এই শঙ্কায় রয়েছে ইনজুরি কাঁটিয়ে দলে ফেরা নেইমার। এছাড়াও একই বিপদে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, এডারসনসহ ১০ ফুটবলার। তাদের কেউ কলম্বিয়া ম্যাচে হলুদ কার্ড দেখলেই ছিটকে যাবেন আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াই থেকে। ফলে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে নেইমার-ভিনিসিয়ুসদের।

দক্ষিণ আমেরিকার বাছাইয়ে বর্তমানে ব্রাজিলের অবস্থান ৫ নম্বরে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১২ ম্যাচে ২৫। চারে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১২ ম্যাচে ১৯।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হলুদ কার্ড দেখেছেন যারা

গ্যাব্রিয়েল মাগালায়েস
এডারসন মোয়ারেস
ভিনিসিয়ুস জুনিয়র
ব্রুনো গুইমারেস
নেইমার জুনিয়র
ম্যাথিউস কুনহা
রাফিনিয়া
দানিলো
রদ্রিগো
আন্দ্রে

সম্পর্কিত পোস্ট

মতামত দিন