হোম জাতীয় আরও ৯১ ডেঙ্গু রোগী হাসপাতালে, একজনের মৃত্যু

জাতীয় ডেস্ক :

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৯১ জন ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৬৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মাঝে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ১১ জন। আর ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ২৪ জন।

মোট ৩৪৮ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬৩ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৯৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৬১৯ জন। ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২২০ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৯৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯৯ জন।

এ বছর ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন