অর্থনীতি ডেস্ক:
বাজার নিয়ন্ত্রণে নতুন করে আরও ছয়টি প্রতিষ্ঠানকে ছয় কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত সপ্তাহে সরকার প্রতি পিস ডিমের দাম ১২ টাকা দাম নির্ধারণ করে দেয়। কিন্ত এই দামে বাজারে ডিম মিলছে না।
এ অবস্থায় প্রথম দফায় গত ১৭ সেপ্টেম্বর ৪ কোটি পিস ডিম আমদানির অনুমোদন দেয়া হয়। এবার আরও ৬টি প্রতিষ্ঠানকে ১ কোটি করে মোট ৬ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিলো বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হলো চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, রিপা এন্টারপ্রাইজ, এস এম করপোরেশন, বিডিএস করপোরেশন ও জয়নুর ট্রেডার্স।
আমদানির জন্য পাঁচটি শর্ত দেয়া হয়েছে এসব প্রতিষ্ঠানকে। এরমধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ থাকা বাধ্যতামূলক।