হোম অন্যান্যসারাদেশ “আম্ফান ক্ষতিগ্রস্ত এলাকায় ছাত্রদের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠনের সুপেয় পানি বিতরণ”

“আম্ফান ক্ষতিগ্রস্ত এলাকায় ছাত্রদের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠনের সুপেয় পানি বিতরণ”

কর্তৃক
০ মন্তব্য 107 ভিউজ

শ্যামনগর সংবাদদাতা :

আম্ফান প্রভাবিত এলাকায় সকাল বিকাল সুপেয় পানি বিতরণ করছেন ছাত্র/ছাত্রীদের নেতৃত্বের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।প্রতিদিন বিভিন্ন সংগঠন,সংস্থা,ব্যক্তি উদ্যোগে এসব স্বেচ্ছাসেবী সংগঠনদের আর্থিক ও টেকনিক্যাল সহায়তাসহ সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।

স্বেচ্ছাসেবী সংগঠনদের সুপেয় পানি সরবরাহের জন্য জানালে তারা চাহিদা মোতাবেক শ্যামনগর–বুড়িগোয়ালিনী-দূর্গাবাটী,ভামিয়া-পোড়াকাটলা,দাতিনাখালী,নীলডুমুর,পদ্মপুকুর-কামালকাটী,ঝাঁপা,পাতাখালী,গাবুরা-লক্ষীখালী,নাপিতখালী,সোরা,জেলেখালী,চাঁদনীমুখা,কাশিমাড়ী-ঘোলা,ঝাঁপালী,আশাশুনি ও কয়রা এলাকা সমূহে জরুরী ভিত্তিতে সুপেয় পানি বিতরণ করছেন।

আজ শ্যামনগর উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন “সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম(এসএসটি)” সার্বিক সহযোগিতায় আম্ফান প্রভাবিত শ্যামনগরের ক্ষতিগ্রস্ত বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটী ও ভামিয়া-পোড়াকাটলা এলাকায় প্রায় ৪০০ পরিবারের মাঝে সুপেয় পানি বিতরণ ও সরবরাহে কার্যকরী সহায়তা করেছেন “বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম”বোট নামের একটি স্বনামধন্য সংগঠন।

বোট নামের সংগঠনটি আম্ফান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মহতী কাজে সার্বিক সহযোগিতা করবেন বলে ছাত্র সংগঠন “সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম” কে আশ্বস্ত করেছেন।বোট আরো জানিয়েছেন সুপেয় পানি বিতরণ কার্যক্রম ছাড়াও মাস্ক,সাবান,হ্যান্ড স্যানিটাইজারসহ আম্ফান দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করবেন।
আম্ফান প্রভাবিত ও দুর্গত এলাকায় উপকারভোগী সাধারণ জনগণ সংগঠন সমূহের এ ধরনের মহতী কার্যক্রমকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন