হোম অন্যান্য আমিরাতে ক্ষমা পাওয়া ২৪ বাংলাদেশি ফিরছেন আজ

আমিরাতে ক্ষমা পাওয়া ২৪ বাংলাদেশি ফিরছেন আজ

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

অনলাইন ডেস্ক:
বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করে গ্রেফতার হওয়া আরও ৭৫ প্রবাসীকে শুক্রবার (২৯ নভেম্বর) ক্ষমা ঘোষণা করেছে আমিরাত সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে মুক্তি দিলো দেশটি। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ২৪ জন আজ সন্ধ্যায় দেশে ফিরছেন।

সোমবার (২ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট সূত্রে এই তথ্য জানা গেছে। তারা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আবুধাবির স্থানীয় সময় দুপুর ২টায় রওনা হয়েছেন। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা।

যারা ফিরছেন তারা হলেন- মোহাম্মদ সজিব, আলি আহমদ, শাহাবুদ্দিন, মোহাম্মদ ছগির আহমেদ তালুকদার, লোকমান হোসেন, মোহাম্মদ নুর হোসেন খোকন, রাকিবুল ইসলাম, আহসান হাজারি, মুহাম্মদ দুলাল মিয়া ওয়াসিম, নাজির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মফিজ আহমদ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবু ইয়াছিন তুহা, শিপন আহমেদ, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ইয়াছিন আনোয়ার, আনোয়ার, মোহাম্মদ আল আমিন, মাইদুল ইসলাম, সাহিদ মিয়া, মোহাম্মদ সাজিদুল রহমান, হৃদয় হাসান ও মোহাম্মদ নাবিদুল ইসলাম।

এর আগে গত শুক্রবার (২৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে আরব আমিরাত। তার আগে প্রথম দফায় গত ৩ সেপ্টেম্বর ৫৭ জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন