হোম রাজনীতি আমাদের কীসে ভালো, বিদেশিরা ঠিক করে দেবে না: নসরুল হামিদ

রাজনীতি ডেস্ক:

ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ বলেছেন, ভালো থাকতে হলে আমাদেরই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কীসে ভালো হবে সেটা বিদেশিরা ঠিক করে দেবে না। তাই সিদ্ধান্ত নিন এবং ৭ জানুয়ারি সকাল থেকে ভোটকেন্দ্র উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করুন।

সোমবার (২৫ ডিসেম্বর) জিনজিরা মডেল টাউনে নির্বাচনী সুধী সমাবেশে বক্তৃতা করেন তিনি।

নসরুল হামিদ বলেন, ‘বাংলাদেশ যেমন অনেক সমস্যার দেশ ঠিক তেমনি সম্ভাবনার দেশ। গত ১৫ বছরে আমাদের দেশ অনেক উন্নতি করেছে৷ সামনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলে আরও উন্নতি করবে। এমন একটা সময় ছিল, বাংলাদেশকে কেউ চিনত না৷ এখন সবাই চেনে, সারা বিশ্ব এখন চেনে উন্নয়নের রোল মডেল হিসেবে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে বাংলাদেশ যেমন ভালো থাকবে, কেরানীগঞ্জবাসী আরও ভালো থাকবে৷’

বিএনপি আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে দাবি করে তিনি বলেন, বিএনপির সময় বাংলাদেশ পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট-ফুটবলে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতির বরপুত্র বেগম জিয়ার ছেলে তারেক রহমান এরপর মুচলেকা দিয়ে লন্ডন গেছে৷ আবার বলে আন্দোলন করবে। ২৮ তারিখ গেল, ১৫ তারিখ গেল–কত তারিখ গেল। তারিখের পর তারিখ চলে গেল, কিন্তু তাদের কোনো কথা বাস্তবায়ন হলো না।’

ঢাকা-৩ আসনের নৌকার এ মাঝি বলেন, ‘৭ জানুয়ারি সকাল সকাল গিয়ে ভোট দেবেন। এই দেয়ার মানে আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দেব না। জামায়াত-বিএনপি জোটকে প্রশ্রয় দেব না। কারণ, তারা সন্ত্রাসী দল। ভোট দিয়ে আমরা তা প্রমাণ করব। শুধু কেরানীগঞ্জ না, সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। জ্বালাও-পোড়াও কেউ সমর্থন করে না। আমাদের ভালো থাকতে হলে আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ভালো থাকা কখনও বিদেশিরা ঠিক করে দেবে না।’

তাই ৭ জানুয়ারি ঘরে বসে না থেকে সকাল থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান নসরুল হামিদ।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকসহ স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন