শিক্ষা ডেস্ক :
চরম আবাসন সংকটে ভুগছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, দাম বাড়ানোর পরও ডাইনিংয়ে সরবরাহ করা হচ্ছে নিম্নমানের খাবার। এদিকে সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬০ বিভাগে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৫ হাজার। তাদের আবাসনের জন্য ১৭টি হল রয়েছে। এর মধ্যে ১১টি ছাত্র আর ৬টি ছাত্রী হল। হলগুলোতে শিক্ষার্থীদের মাসিক ভাড়া গুনতে হয় মাত্র ১০০ টাকা। তাই অধিকাংশ শিক্ষার্থী চান হলে থাকতে। কিন্তু একেকটি হলে শুধু ৭০০ থেকে ৮০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে। সে হিসাবে অর্ধেকেরও বেশি শিক্ষার্থীকে থাকতে হয় ক্যাম্পাসের বাইরের মেস, ছাত্রাবাস বা ভাড়া বাসায়। এতে একদিকে যেমন নিরাপত্তাহীনতা, অন্যদিকে বাড়তি খরচও রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, আবাসন সংকটের পাশাপাশি ডাইনিংয়ে দাম বাড়ানোর পরও নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে।
আবাসন সংকট দূর করার পাশাপাশি ডাইনিংয়ে মানসম্মত খাবার সরবরাহে হলগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু।
সংশ্লিষ্টরা জানান, ১৪২ কোটি টাকা ব্যয়ে ১০ তলাবিশিষ্ট একটি ছাত্র ও একটি ছাত্রী হলের কাজ চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় এই হল দুটিতে তিন হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা হবে।
