স্পোর্টস ডেস্ক:
আগেই জানানো হয়েছিলো, কলম্বোর প্রেমাদাদা স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের রিজার্ভ ডে’র দিনও বৃষ্টি হানা দিবে। আর হচ্ছেও তাই। প্রথমত নির্ধারিত সময়ের প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে গড়িয়েছে ম্যাচ। এরপর অবশ্য বৃষ্টির বাগড়া দেখা দেয়নি। তবে পাকিস্তানের ইনিংসে আবারও বৃষ্টির বাগড়ায় ম্যাচ আপাতত বন্ধ রয়েছে।
কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা থাকায় আগেই ঘোষণা দেয়া হয়েছিলো, ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত দিনে না হলে তা হবে রিজার্ভ ডে’তে। আর সেটাই হয়েছে। ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে’তে। তবে তাতেও তেমন লাভ হয়নি। ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল ভেজা আউটফিল্ডের কারণে।
এরপর অবশ্য পুরো ইনিংসেই ব্যাট করেছে ভারত। তাতে তাদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩৫৬ রান। শতক করেন লোকেশ রাহুল এবং বিরাট কোহলি। রাহুল ১১১ এবং কোহলি ১২২ রানে অপরাজিত ছিলেন।
এই বিশাল টার্গেট করতে নেমে অবশ্য মাত্র ১১ ওভার ব্যাট করার সুযোগ পায় বাবর আজমের দল। তারপরই শুরু হয় বৃষ্টি। ভারতের বিশাল টার্গেটের জবাব দিতে গিয়ে শুরুটা অবশ্য ভালো হয়নি পাকিস্তানের। ১১ ওভারে ৪৪ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান। আপাতত ক্রিজে ১৪ রানে ফখর জামান এবং ১ রানে রিজওয়ান অপরাজিত আছেন।
এদিকে কোহলি এদিন মাইলফলক ছুঁয়েছেন। পাকিস্তানের বিপক্ষে শতক হাঁকিয়ে ওয়ানডেতে তার শতক সংখ্যা দাঁড়িয়েছে ৪৭-এ। আর দুইটি শতক করলেই ছুঁয়ে ফেলবেন ক্রিকেট গড শচীন টেন্ডুলকারকে।
শতক করার আগে ব্যক্তিগত ৯৮ রানের সময় ১৩ হাজার রান পূর্ণ করেন কোহলি। ২৭৮ ওয়ানডের ২৬৭ ইনিংসে ১৩ হাজার রান পূর্ণ করেন কোহলি। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক বনে যান কোহলি। আর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সময়ে ১৩ হাজার রান সংগ্রহ করলেন এই ভারতীয় ব্যাটসম্যান।