হোম খেলাধুলা আবারও পেছাল বিপিএলের নিলাম

আবারও পেছাল বিপিএলের নিলাম

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর মাঠে গড়াবে আগামী ডিসেম্বরে। তবে টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের নিলাম আয়োজন নিয়ে চলছে একের পর এক তারিখ পরিবর্তন। প্রথমে নির্ধারিত ছিল ১৭ নভেম্বর। পরে এক দফা পিছিয়ে নেওয়া হয় ২১ নভেম্বর। এবার আরও এক দফা পেছাল নিলামের দিন।

বিসিবির সর্বশেষ ঘোষণা অনুযায়ী, বিপিএলের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। বিপিএল গভর্নিং কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৩ নভেম্বর সকাল ১১টা থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে খেলোয়াড়দের নিলাম শুরু হবে।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম দুই আসরে খেলোয়াড় বাছাই হয়েছিল নিলামের মাধ্যমেই। তবে ২০১৫ সালের আসর থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি; কিন্তু এবার আবারও ফিরছে পুরোনো সেই নিলাম পদ্ধতি। ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে।

অর্থনৈতিক স্বচ্ছতা ও অন্যান্য বিষয় বিবেচনায় রেখে আসন্ন আসরে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবারের আসরে অংশ নেবে-রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়‍্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন