অনলাইন ডেস্ক:
বইয়ের প্রচারণা চালাতে বইমেলায় গিয়ে তাড়া খেয়েছিল সামাজিক মাধ্যমে আলোচিত দম্পতি খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম তিশা। গত শুক্রবারের (৯ ফেব্রুয়ারি) এ ঘটনার পর সোমবার (১২ ফেব্রুয়ারি) আবারও তারা মেলায় গিয়ে একই আচরণের শিকার হন।
দর্শনার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান ও নানা আপত্তিকর মন্তব্যে মেলা প্রাঙ্গণ ছাড়তে বাধ্য হন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে বইমেলায় প্রবেশ করেন এই দম্পতি। সেখানে গিয়ে কিছুক্ষণ অবস্থারের পর কিছু দর্শণার্থী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এরপর নিরাপত্তাকর্মীদের সহায়তা নিয়ে মেলা থেকে বের হয়ে আসেন খন্দকার মুশতাক ও তিশা।
এ সময় সাংবাদিকদের মুশতাক বলেন, একজন লেখক-পাঠক হিসেবে আমার মেলায় আসার অধিকার আছে। যারা এমন আচরণ করছেন, তারা পাঠক না। তারা মেলায় এসেছে এমন কাণ্ড ঘটানোর জন্য।
তিশাও এমন আচরণের সমালোচনা করে নিজেদের জীবনের নিরাপত্তার দাবি জানান।