নড়াইল অফিস:
৩১ ডিসেম্বর (রবিবার) নড়াইলের সদর উপজেলা,বাশঁগ্রাম, তুলারামপুর,শাহাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভায় গুলোতে স্থানীয় ভোটার উদ্দেশ্যে নড়াইল-০২ আসনের আ.লীগ প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, “আমার জন্য না আপনারা যারা ভোটার তাদের জন্যও না, আপনাদের কোলে যে সন্তান আছে তার জন্য ভোটটা চেয়ে গেলাম” তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আগামী ৭ জানুয়ারি আমাদের পরিবারে কেউ যদি এসে বলে আপনারা ভোট দিতে যাবেন না, আপনারা তখন বুঝবেন আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের জীবন নষ্ঠ করার জন্য বলছে। এ বিষয় গুলে আপনারা মাথায় রাখবেন। আমি আজ এই কথাটা বললাম এই কারণে, এখানে মুরব্বি যারা তারা একটা সময় কষ্ট কষ্ট করতে করতে পার করছেন। কিন্তু এই বাচ্ছাদের পুরো জীবনটা পড়ে আছে, এই বাচ্ছারা একটা সেই সুন্দর জীবনটা পাই আমি সেই জন্য কষ্ট করছি। তাই আপনাদের কাছে বলে গেলাম চোখ কান খুলে দেখুন বিগত ৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী নড়াইলের জন্য কি কি দিয়েছেন । আপনার সন্তানের জন্য আমি ভোটটা চাইছি না, চাইলে ভোটটা দেবেন কিভাবে। আপনাদের সন্তান আপনাদের কাছে নৌকা প্রতিকে ভোট চাইছে । ৭ জানুয়ারি আপনারা দলে দলে যেয়ে ১ ঘন্ট সময় নষ্ট করে আপনার সন্তানের জন্য ভোট টা দিয়ে আসবেন । আমি ৮ তারিখ থেকে আপনাদের দেখবো কথা দিয়ে গেলাম।
এছাড়াও পথসভায় নানা মানুষের কথা আর আবদার শোনের মাশরাফি। এদিন তিনি ১০টিও বেশী অধিক পথসভায় যোগ দেন দেশসেরা ক্যাপ্টেন মাশরাফি। এ সময় নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড, আচিন চক্রবর্তী,সাধারন সম্পাদক এড, ওমর ফারুক,আওয়ামীলীগ নেতা মিলন খান,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বনীল শিকদারসহ স্থানীয় রাজনৈতিক নেতারা তার সঙ্গে ছিলেন।
৭ জানুয়ারি ভোটের বাক্সে নীজেদের পাল্লা ভারী করতে অপর প্রার্থীরা নিরলসভাবে প্রচারনা চালাচ্ছেন। এই আসনের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু গত পরশুদিন মনোয়নয় ফেরত পেয়ে ট্রাক প্রতীক নিয়ে জোরে সোরে মাঠে নেমে পড়েছেন। লোহাগড়া উপজেলার সাবেক এই জনপ্রিয় চেয়ারম্যান নীজেকে মাশরাফির একমাত্র যোগ্য প্রতিদ্ব›দ্বী হিসেবে মনে করছেন।
স্থানীয় ভোটারদের ধারনা এবারের নির্বাচনে মাশরাফির সাথে প্রতিদ্বন্দিতায় আসবেন স্বতন্ত্র এই প্রার্থী। এছাড়া নড়াইল-০২ আসনে জাতীয়পার্টি,ওয়াকার্স পার্টি,এনপিপি,ইসলামী ঐক্যজোট,গনফ্রন্ট সহ মোট ৮ জন প্রার্থী রয়েছেন।