হোম খেলাধুলা আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না: তামিম ইকবাল

আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না: তামিম ইকবাল

কর্তৃক Editor
০ মন্তব্য 29 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা তামিম ইকবাল এই মুহূর্তে অনেকটাই সুস্থ। গত রাত থেকে হাঁটাচলা করতে পারছেন। পরিবারের সঙ্গেও টুকটাক কথা বলতে পারছেন। কিছুটা ভালো অনুভব করার পরই ফেসবুকে ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা পোস্ট করেছেন দেশসেরা এই ওপেনার।

দুই বছর আগে নগদের একটি বিজ্ঞাপনের ক্যাম্পিংয়ে তামিম অসহায় এক পিতার হার্টে রিং পরানোর জন্য আর্থিক সহযোগিতা করেছিলেন। তামিমের হার্ট অ্যাটাকের পর হুট করে সেই ভিডিও চিত্রটি ভাইরাল হতে শুরু করেছে। বিষয়টি উল্লেখ করে তামিম পোস্টের শুরুতেই লিখেছেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? ‘

মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তামিম আরও লিখেছেন, ‘আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’

তামিম সকলের কাছে অনুরোধ করেছেন এই বলে, ‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।’

তামিমের হাসপাতালে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুরো ক্রীড়াঙ্গনেই স্থবির হয়ে পড়েছিল। হাসপাতালেও ছিল চরম ভিড়। সবকিছু ছাপিয়ে সংকট অনেকটাই কাটিয়ে উঠছেন তামিম। সবার ভালোবাসায় সিক্ত হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন