নড়াইল অফিন :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান সাকিবকে সংবর্ধনা দিয়েছে নড়াইল জেলা প্রশাসন। সাইবার বুলিং ও সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সাদাতকে ওই পুরস্কার দেয় ‘কিডস রাইটস’ নামের একটি সংগঠন। ‘শিশুদের নোবেল’ খ্যাত ওই পুরস্কার জয়ের মাধ্যমে সাদাত বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সাদাতের হাতে ফুলের তোড়া তুলে দেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার জসিমউদ্দিন (পিপিএম বার), নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যড. সুবাশ চন্দ্র,নড়াইল সিটি কলেজের অধ্যাক্ষ মোঃ মনিরুজ্জামান মল্লিক ও সাদাত রহমানের বাবা মো. সাখাওয়াত প্রমুখ। নড়াইলের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ নড়াইলের সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাদাত রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘করোনা বিপর্যয়ের মাঝে মর্যাদাকর এই পুরস্কার জয়ের মাধ্যমে সাদাত সবার মুখে হাসি ফুটিয়েছে। সাদাত তারম্নণদের কাছে আইকন। সে বাংলাদেশকে গর্বিত করেছে।’