ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৩০শে মার্চ বিকাল ৫ টার সময় যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নায়ড়া বাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন এর পক্ষ থেকে,ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাওন রেজা খোকা ও শংকরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক মোঃ কাজল ইসলাম এর নেতৃত্বে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে শংকরপুর ইউনিয়নের নায়ড়া বাজারে জন সাধরণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শাওন রেজা খোকা জানান, ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আনোয়ার ভাইয়ের দিক-নির্দেশনায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। এদিন প্রায় ৪০০ মাস্ক ও ২০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, করোনা মোকাবেলায় মাস্ক পরার বিকল্প নেই। জনসচেতনতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক মোঃ কাজল ইসলাম, প্রবীন আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী, আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান মতি,খোঃ উজ্জ্বল হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, আঃ রউফ, মোঃ কওছার আলী, উপজেলা যুবলীগ নেতা ইমামুল হোসেন, গদখালি ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক মোঃ শাহিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম, মোঃ তাজমুল হোসেন, আসাদ,ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইছানুর রহমান সহ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ও সমর্থক বৃন্দ।
