জাতীয় ডেস্ক:
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের কারাদণ্ড হয়েছে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির। তবে কোনো দোষ না করেও সাজা পেয়েছেন বলে দাবি করেছেন এ নোবেলজয়ী।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন।
তিনি বলেন, মনে একটা কষ্ট থেকে গেল, যে দোষ আমি করিনি, সে দোষে শাস্তি দিলো। এই আনন্দের দিনে আঘাতটা পেলাম।
বিষয়টিকে কেউ ন্যায়বিচার বলতে পারেন উল্লেখ করে তিনি বলেন, এটা আমার কপালে ছিল, জাতির কপালে ছিল। আমরা এটা দোষ হিসেবে গ্রহণ করলাম। এখন এই দোষ থেকে কীভাবে মুক্তি মিলবে তা আমাদের আইনজীবীরা দেখবেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের প্রথম দিন আজ। আজ ছিল আনন্দের দিন। আমরা আদালতে এসেছিলাম রায় শোনার জন্য। এসে মনটা ভরে গেল, আমার বহু বন্ধু-বান্ধব এখানে পেয়ে গেলাম, যাদের সঙ্গে আমার বহুদিন দেখা হয়নি। সবাই আজ এসেছে, এই আনন্দের দিনে যে কী রায় হয় দেখার জন্য। আমি তাদের দেখে খুশি।
মামলার রায়ের বিষয়ে মন্তব্য জানতে চাইলে আইনজীবী ব্যারিস্টার মামুন বলেন, আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আদালতে ১০৯টি কনড্রাকশন দিয়েছি, ১০৫টি সাজেশন দিয়েছি। কোনো কিছু গ্রহণ হয় নাই। আমরা তাই আপিল করবো।