আন্তর্জাতিক ডেস্ক :
সবশেষ বৈশ্বিক জরিপ অনুসারে ২০২১ সালে বিশ্বে অন্তত পাঁচ কোটি মানুষ আধুনিক দাসত্বের মধ্যে বাস করছে। এদের মধ্যে ১ কোটি ১৮ লাখই নারী ও মেয়ে শিশু।
আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস উপলক্ষে (০২ ডিসেম্বর) এমন তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
জোরপূর্বক শ্রম এবং জোরপূর্বক বিবাহ এই দুটি প্রধান উপাদান নিয়ে গঠিত আধুনিক দাসপ্রথা। আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং অলাভজনক প্রতিষ্ঠান ওয়াক ফ্রির যৌথ প্রতিবেদনের বরাতে সংবাদ সংস্থাটি জানায়, এ ৫ কোটির মধ্যে ২ কোটি ৮০ লাখ মানুষকে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হয়। আর ২ কোটি ২০ লাখ মানুষ জোরপূর্বক বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে।
প্রতিবেদন অনুসারে, জোরপূর্বক দাসত্বের শিকার মানুষের মধ্যে ১ কোটি ১৮ লাখই নারী এবং মেয়ে শিশু।
প্রতিবেদনে আরও বলা হয়, গত পাঁচ বছরে আধুনিক দাসত্বে আটকা পড়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৫ বছরে বিশ্বে আধুনিক দাসত্বের সংখ্যা অন্তত ১ কোটি বেড়েছে।
১৯৪৯ সালের ২ ডিসেম্বর জাতিসংঘে মানব পাচার, যৌন, শিশু শ্রম এবং জোরপূর্বক বিয়ের মতো দাসত্ব নির্মূলের লক্ষ্যে একটি বিল গৃহীত হয়। এর পর থেকেই ২ ডিসেম্বর আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
