হোম অন্যান্যসারাদেশ আদালতের রায় পাওয়া সত্ত্বেও ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পাচ্ছে না প্রকৃত জমির মালিক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

আদালতের চূড়ান্ত রায় পাওয়ার সত্ত্বেও ভূমিদস্যুদর হাত থেকে রক্ষা পাচ্ছে না মনিরামপুরের একটি পরিবার। কোটি টাকা মূল্যের ৫ একর ৮০ শতক জমি স্থানীয় একটি ভূমিদস্যু চক্র দখল নিতে পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, মনিরামপুর উপজেলার ২৪৫ নম্বর পাঁচাকড়ি মৌজার ২০৬৮ খতিয়ানের ১৮৩৭ দাগের ৫ একর ৮০ শতক জমির মালিক এস এম নওশের আলী সরদার গং। এই জমি নিয়ে এস এম নওশের আলী সরদার গং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে দেওয়ানী ৬৮৫/২১, নং মামলা দায়ের করে। বিজ্ঞ সিনিয়র সহকারী দায়রা জজ আদালত মনিরামপুর, যশোর থেকে ২৭-০৩-২০২৩ ইং মামলায় রায় পায় এস এম নওশের আলী সরদার গং। জমি দখল করতে গেলে বাঁধ সাধে স্থানীয় ভূমিদস্যু পাঁচাকড়ি গ্রামের উত্তম দাস, যুদিষ্টি ওরফে দুধে, সঞ্জয় ও হ্নদয় রাজবংশী, তাদের উক্ত জমির কোন কাগজপত্র না থাকা সত্বেও তারা গায়ের জোরে জমি দখল নিতে পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। ইতি পূর্বে তাদের নামে এস এম নওশের আলী সরদার গং সি আর ৫০২/২২, ও জি আর ১৫০/২৩ মামলাসহ একাধিক মামলা করে যা এখনও চলমান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন