মোংলা প্রতিনিধিঃ
স্বাভাবিক জীবনে ফিরে আসা সুন্দরবনের ৬৫ দস্যুকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার দিয়েছে র্যাব-৮। শনিবার সকালে মোংলা বন্দরের ফরেষ্টঘাটে চাল, ডাল, তেল, লবন, চিনি শেমাই, দুধ ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, র্যাব-৮ এর এ এসপি ইফতেখারুজামানসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় এ এসপি ইফতেখারুজামান জানান, বিভিন্ন সময় দূস্যু জীবন থেকে ফিরে আসা উপকুলীয় অঞ্চলের ২৮৪ ব্যাক্তি কে র্যাব-৮ এর পক্ষ থেকে ঈদ ও খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হয়েছে।