হোম জাতীয় ‘আত্মরক্ষার্থে ফাঁকা গুলি করেন রেদোয়ান আহমেদ’

জাতীয় ডেস্ক :

এলডিপির একাংশের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (১১ মে) কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলডিপির কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মো. সামছুল আলম মাষ্টার।

এ সময় উপস্থিত ছিলেন এলডিপির কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, দলটির মহিচাইল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা দাবি করেন, সোমবার (৯ মে) দুপুরে কুমিল্লার চান্দিনায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান সমাবেশে যোগ দিতে নিজের প্রতিষ্ঠিত কলেজে যান। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় প্রাণে বাঁচতে ফাঁকা গুলি ছুড়েন। তবে সেই গুলিতে কেউ গুলিবিদ্ধ হয়েছেন কি না তারা জানেন না। যারা আহত হয়েছেন তারা অন্যভাবেও আহত হয়ে থাকতে পারে।

নেতাকর্মীরা আরও দাবি করেন, রেদোয়ান আহমেদ যদি ইচ্ছাকৃত গুলি করতেন তাহলে তিনি ঘটনার সময় থানায় যেতেন না। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা রেদোয়ানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত এলডিপির কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের অভিযোগ করে বলেন, বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এলডিপি ও ছাত্রলীগ যুবলীগকে গণশুনানিতে হাজির হওয়ার জন্য চিঠি দেন। তবে আমরা সেই চিঠি পাইনি। তবুও খবর পেয়ে গণশুনানিতে উপস্থিত হতে গেলে যুবলীগের বাঁধার মুখে পড়ে গণশুনানিতে এলডিপির নেতাকর্মীরা উপস্থিত হতে পারেনি।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবকলীগ ও এলডিপি একই স্থানে ঈদপূণর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের গুলিতে দুইজন আহত হয়। এই ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় রেদোয়ান আহমেদসহ চারজন জেল হাজতে রয়েছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন