হোম অন্যান্যসারাদেশ আটুলিয়ায় অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে

এম, জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে চুনার ব্রিজ নামক স্থানে, রাস্তার দুই পাশে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করেছিল চুনার ব্রিজ এলাকার মুজিবুর রহমান, মুজিদ ঢালী, সোহিলুদ্দিন ও রবিউল।

১৩ মার্চ (রবিবার) সকাল দশটায় শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শহীদুল্লাহ, এর নির্দেশে আটুলিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আশরাফুজ্জামানের নেতৃত্বে ১০ থেকে ১২ জন লিবার দ্বারা উক্ত স্থাপনা ভেঙে দেওয়া হয়।

এ সময় ভূমি সহকারী কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, সরকারি জায়গায় কোন স্থাপনা নির্মাণ করা যাবেনা। কেউ যদি সরকারি আইন অমান্য করে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন