জসিম উদ্দিন, বাগেরহাট:
মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজননের জন্য আজ বুধবার(১১ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগর -সমুদ্রে মৎস্য আহরনের ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২ নভেম্বার পর্যন্ত বলবৎ থাকবে এ নিষেধাজ্ঞা। এই সময়ের মধ্যে ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সরকারের দেওয়া এ অবরোধ বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় মৎস্য দপ্তর, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনী সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করবে। দেশের ৩৮টি জেলায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হবেবলে জানা যায়।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান জানান,ইলিশের প্রজনণ বাড়াতে সরকার ২২ দিনের নিষেধাঞ্জা দিয়েছে। এ নিষেধাঞ্জার সময় যেন কেউ সাগরে মাছ ধরতে না পারে সেই লক্ষে উপকুলের মানুষদের সচেতন করার জন্য বুধবার(১১ অক্টোবর) উপজেলা প্রশাসন, কোস্টগার্ড,পুলিশ ও বন বিভাগের সমন্ময়ে চিলা বাজার এলাকায় একটি সভা করা হয়েয়ে। এছাড়া মাইকিং করে সবাইকে অবরোধের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, এ অবরোধের ফলে যেসব জেলেরা ক্ষতিগ্রস্থ হবেন। তাদেরকে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে।
এদিকে কোস্টগার্ড পশ্চিম জোন(মোংলা) অপারেশন কর্মকর্তা লেঃ তারেক আহম্মেদ জানান,ইলিশ মাছের প্রজনন নিশ্চিত করতে ২২ দিন সাগরে যেন কেও মাছ শিকার করতে না পারে সে লক্ষে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। ১২ অক্টোবর সকাল থেকে উপকুল জুড়ে অভিযান পরিচালনা করবে বাংলাদেশ কোস্টগার্ড।