হোম জাতীয় আজ থেকে নতুন পোশাকে পুলিশ

আজ থেকে নতুন পোশাকে পুলিশ

কর্তৃক Editor
০ মন্তব্য 35 ভিউজ

নিউজ ডেস্ক:

আজ থেকে বাংলাদেশ পুলিশের নতুন লোহার রঙের ইউনিফর্ম চালু হয়েছে। প্রথমে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটের সদস্যদের মধ্যে সীমিত পরিসরে পোশাক বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব সদস্যের কাছে পৌঁছাবে নতুন পোশাক।
আজ থেকে নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ শনিবার থেকে বাহিনীর সদস্যদের নতুন পোশাক পরার কথা থাকলেও, সীমিত পরিসরে তা সরবরাহ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সব সদস্যের জন্য পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে কিছু কর্মকর্তাকে নতুন পোশাক দেওয়া হয়েছে। শুরুতে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটের সদস্যরা পোশাক পাচ্ছেন। পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যের কাছে পৌঁছে যাবে নতুন পোশাক।

গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হচ্ছে। পরে অন্যান্য ইউনিটেও তা চালু করা হবে।

জুলাই অভ্যুত্থানে নানা কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। পরে নতুন পোশাক অনুমোদন করে সরকার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন