নড়াইল অফিস :
দালালের খপ্পরে পড়বো না, অর্থ অপচয় করবো না। ঘরে বসে ডাক্তারের সিরিয়াল নিজে দেব, সময়, শ্রম ও অর্থ বাঁচাবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাশরাফীর প্রেরণায় আরও একজন উদ্যোগক্তা ‘ডক্টর সিরিয়াল বিডি’ নামে একটি অ্যাপ’ উদ্ভাবন করেছেন মো: মিল্টন শেখ। মো: মিল্টন শেখ নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের সরকেলডাঙ্গা গ্রামের তকোব্বর শেখের ছেলে। তিনি কম্পিউটার সাইন্স এন্ড ইনঞ্জিনিয়ারিং টেকনোলজি- বিএসিসি ইন সিএসই সম্পন্ন করেছেন।
এ সময় উদ্যোগক্তা জানান, আমি ‘দেশের ১৮ কোটি মানুষের সেবা নিশ্চিত করতে চাই মাত্র ১-২ মিনিটের মধ্যে একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে।
বুধবার (০৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন খান নিলুর সভাপতিত্বে এ অ্যাপ এর উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
‘ডক্টর সিরিয়াল বিডি’ নামের অ্যাপটির ওপর বক্তব্য রাখেন, নড়াইল সদর উপজেলার ইউএনও সাদিয়া ইসলাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক ড. কালি দাস বিশ্বাস, সদরের ই্উএইচএফপিও ডা. সুব্রত, ডা. ইসমাইল হোসেন ডা. মাসিয়া আহম্মেদ, ডা. তনীমা রহমান, পান্নু সিকদার, পল্লী চিকিৎসক প্রতাব কুমার বিশ্বাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গুগল প্লেস্টোর থেকে ইনস্টোল করা এবং ব্যবহার সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারণা প্রয়োজন। একই সাথে রোগি দেখানোর পূর্বে সর্তকবার্তা রোগি পেতে পারে এমন ব্যবস্থা থাকা দরকার।