হোম খেলাধুলা আগ্রহের অভাবেই বাংলাদেশে লেগ-স্পিনারের আকাল

আগ্রহের অভাবেই বাংলাদেশে লেগ-স্পিনারের আকাল

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

শেন ওয়ার্ন, আবদুল কাদির, রিচি বেনো, অনিল কুম্বলে কিংবা হালের রশিদ খান, আদিল রশিদ, অ্যাডাম জাম্পা, তাবরাইজ শামসি, কুলদীপ যাদব, শাদাব খান; সময়ে সময়ে প্রতিটা দলেই লেগ স্পিনার বা চায়নাম্যান দেখেছে ক্রিকেট বিশ্ব। তারা অনেকেই নিজেদের নিয়ে গেছেন উন্নতির চূড়ায়। এ ক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ। মাঝেসাঝে কোনো লেগ স্পিনারের দেখা মিললেও তারা নিজেদের মেলে ধরতে পারেন না আন্তর্জাতিক অ্যারেনায়। এর দায় কার? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাকি সেসব ক্রিকেটারদের? এসব প্রশ্ন সামনে রেখে সময় সংবাদের মুখোমুখি হয়েছিলেন বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক।

প্রশ্ন: আমরা আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক, সাকিব আল হাসানদের মতো স্পিনার এখন কেন পাই না?

আব্দুর রাজ্জাক: জানি না আমি কেমন ছিলাম। এটা বিচারের দায়িত্ব আপনাদেরই। আমাদের স্পিন বিভাগটা খুব যে খারাপ তা নয়। কিন্তু এখানে আরও ভালো হতে পারত। উন্নতির অনেক জায়গা আছে। আসলে আমার কাছে কেন যেন মনে হয়, আমাদের কোথাও একটা দুর্বলতা আছে। হয়তো ধরে নিয়েছি যে, আমরা সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি। আমি জানি না আসলে ঠিক জিনিসটা কী। তবে এটা সম্পূর্ণ খেলোয়াড়দের মেন্টালিটির ব্যাপার। একটা স্তরে গিয়ে আপনি যদি সন্তুষ্ট হয়ে যান, তখন দেখা যাবে যে আর উন্নতি হচ্ছে না। আর যদি আপনার ওই ধরনের চাহিদা থাকে যে, আমি আরও ভালো করব এবং নিজের সাথে নিজের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাহলে হয়তো ভালো কিছু হতে পারে। সেটাই আসলে করা উচিত।

প্রশ্ন: বাংলাদেশে তেমন বেশি লেগ স্পিনারদের দেখা যায় না এবং দুয়েকজন যারা আছেন, তাদের সেভাবে ম্যাচ খেলতে দেখা যায় না। তাদের কি সুযোগ কম দেয়া হয়, নাকি অন্য কোনো সমস্যা রয়েছে?

আব্দুর রাজ্জাক: আমি মনে করি, খেলতে না পারাটা ওই ক্রিকেটারেরই দোষ। সে কেন নিজেকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে না? যেখান থেকে তাকে বাদ দেয়ার কোনো সুযোগ থাকবে না। এই জায়গাটা তাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। কোনো নির্বাচক বলবে, তারপর আপনি দলে খেলবেন। আসলে ওইভাবে হয় না। অন্য বোলারদের মতো লেগ স্পিনারদেরও সমান যোগ্যতা নিয়ে আসতে হবে। আর আগে ইচ্ছাটা থাকতে হবে। হতে না চাইলে তো বানানো যাবে না। আগে হতে চাইতে হবে। এখন অনেকেই আসছে এই জায়গায়। আমার মনে হয়, তারা যদি নিজেদের সেভাবে তৈরি করতে পারে তাহলে একটা সময় বড় পর্যায়ে দেখা যাবে।

প্রশ্ন: লেগ স্পিনার তৈরি করার জন্য যথাযথ সুবিধা আছে কি না এবং তারা সেই সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না?

আব্দুর রাজ্জাক: ঘরোয়া খেলাগুলোতে দেখা যায়, প্রতিটা দলেই একজন-দুইজন করে লেগ স্পিনার আছে এবং তাদেরকে আলাদা কোচের মাধ্যমে অনুশীলন করানো হয়। আমাদের বয়সভিত্তিক যে দলগুলো থাকে সেখানে প্রতিটা দলেই স্পিন বিশেষজ্ঞ থাকে। আমাদের সময় তো এগুলো চিন্তাই করা যেত না। অনেক পরে এসে দেখেছি। আমাদের সময়ে সাকলাইন মুশতাক এসেছিলেন। এখন প্রতিটা দলেই মোটামুটি থাকে। পাকিস্তান থেকে প্রশিক্ষণের জন্য একজন লেগ স্পিনারকে আনা হয়েছে। আর লেগ স্পিন অনেক কঠিন কাজ, সহজ না। অনেকেই কঠিন কাজটা করতে চায় না। তারা বেশিরভাগ ক্ষেত্রে অফস্পিন করে এবং ব্যাটিং করে, এটা সহজ অপশন।

প্রশ্ন: আমাদের প্রথম সারির অফ স্পিনার যারা রয়েছেন, তাদের বলের ক্ষেত্রে বৈচিত্র্য নিয়ে একটা প্রশ্ন দেখা যায়। তাদেরকে দলে নেয়ার ক্ষেত্রে বিবেচনায় কোন জিনিসটা রাখা হয়?

আব্দুর রাজ্জাক: আমাদের নাঈম হাসান আছে, খুব ভালো খেলোয়াড় হতে পারবে। যদি সে লেগে থাকে, ভালো সুযোগ আছে। আর মিরাজ তো আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রমাণ করেছে। এখন ফর্মের ব্যাপারে দেখতে হবে, ভালো করছে কি না। তবে এই সংখ্যাটা অনেক কম। আমাদের অফস্পিনের সঙ্গে একজন ব্যাটার খুঁজে পেতে অনেক কষ্ট হয়। ফলে অর্থাৎ এসব জায়গায় দুর্বলতা আছে। জাতীয় দল বাদ রেখে যদি বলি, তাহলে সেই ধরনের খেলোয়াড়রা খুব কম আসছে।

সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্ব প্রকাশিত হবে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন