অনলাইন ডেস্ক:
শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বিদেশে উচ্চশিক্ষা (পিএইচডি) গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পান ‘ওভারসিস স্কলারশিপ’। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ‘ওভারসিস স্কলারশিপ’ এর নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু ওভারসিস স্কলারশিপ’ করা হয়, এবার সেই স্কলারশিপের নাম থেকে বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। এদিকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।
মুনসী শামস বলেন, স্কলারশিপটির নামকরণ আগের নামে করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যতটুকু মনে পড়ে সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেয়া হয়। এখন থেকে সেটির নাম হবে ওভারসিজ স্কলারশিপ।