হোম জাতীয় আগে চেয়ারে বসা নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

জাতীয় ডেস্ক :

কার আগে কে চেয়ারে বসবে এই নিয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

সোমবার (৯ মে) সকালে মুজিবনগর অডিটেরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, কার আগে কে চেয়ার নিয়ে বসবে এই নিয়ে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুপক্ষের প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ার ও বাঁশের লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর বেলা ১২টার দিকে মুজিবনগর অডিটেরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।

এসময় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে সভাপতি ও আবুল কালাম আযাদকে সাধারণ সম্পাদক করে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।

তাদের নাম ঘোষণা করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন