হোম জাতীয় আগামী বছরই নির্বাচিত সরকার দেখবো: পরিকল্পনা উপদেষ্টা

আগামী বছরই নির্বাচিত সরকার দেখবো: পরিকল্পনা উপদেষ্টা

কর্তৃক Editor
০ মন্তব্য 104 ভিউজ

অনলাইন ডেস্ক:
`আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখবো’ বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ। তবে এটি তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছেন তিনি।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন কনফারেন্সে এ কথা বলেন তিনি।

ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা খুব স্বল্পকালীন সরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আগামী বছরই হয়তো রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার দেখবো। এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না কী হবে।’

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক ও আয়বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। তবে উন্নত দেশ থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে।’

অনুষ্ঠানে মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন