হোম ফিচার ‘আগামী নির্বাচনে মাঠ ছাড়লে কপালে শনি আছে’

রাজনীতি ডেস্ক :

আগামী নির্বাচনে মাঠ ছাড়লে আমাদের কপালে শনি আছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

এস এম মান্নান কচি বলেন, অনেক দল ও অনেক দেশ বিএনপিকে ইন্ধন দিচ্ছে। কোন অবস্থায়ই আগামী নির্বাচনে মাঠ ছাড়া যাবে না। মাঠ ছাড়লে আমাদের কপালে শনি আছে।

বিএনপি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় তার প্রতিবাদে আগামী ৭ জুন প্রতিবাদ সভার আয়োজন করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

বর্ধিত সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান, উপদেষ্টা পরিষদের সদস্য সাদেক খানসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিটি থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন