হোম খেলাধুলা আউট হয়ে মেজাজ হারিয়ে যা করলেন কোহলি

খেলাধূলা ডেস্ক :

ব্যাট হাতে ছন্দে না থাকলেও বারবার আলোচনায় বিরাট কোহলির নাম। নাজমুল হোসেন শান্তকে স্লেজিং করার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার আউট হয়ে আবারও মেজাজ হারালেন কোহলি।

কোহলির সেলিব্রেশন নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। বিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গেও প্রায়সময়ই বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেই চিরচেনা ‘অগ্নিমূর্তি’তে দেখা গেল ভারতীয় এ ব্যাটারকে।

ভারতের দ্বিতীয় ইনিংসের ২০ তম ওভারের ঘটনা। মিরাজের করা বল পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন কোহলি। ব্যাটের কানায় লেগে নিচু ক্যাচ যায় শর্ট লেগে। সেখানে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ তালুবন্দি করেন মুমিনুল।

কোহলির আউটের পরই উল্লাসে মাতেন বাংলাদেশি ক্রিকেটারেরা। এই উল্লাস দেখে ক্ষিপ্ত কোহলি বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে তপ্ত বাক্যবিনিময় করেন। যদিও পরে সাকিব এসে কোহলির সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন। তারপরও মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ভারতীয় ব্যাটারের চোখে-মুখে অসন্তোষ দেখা গেছে।

এর আগে বাংলাদেশি ওপেনার নাজমুল হোসেন শান্তকে স্লেজিং করতে দেখা গিয়েছিল কোহলিকে।

চলতি এই টেস্ট সিরিজটা ভুলে যেতেই চাইবেন কোহলি। চট্টগ্রাম ও মিরপুরে দুই টেস্টের ৪ ইনিংস ব্যাটিং করে করেছেন ৪৫ রান। এছাড়া ফিল্ডিংয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া কোহলি মিরপুর টেস্টের তৃতীয় দিনে বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন