হোম খেলাধুলা আইপিএলে খেলতে পারবেন না সবচেয়ে দামি পেসার

খেলাধূলা ডেস্ক :

অবশেষে আইপিএল থেকে ছিটকেই গেলেন টুর্নামেন্টের সবচেয়ে দামি পেসার দীপক চাহার। ইনজুরির কারণে এ মৌসুমে চেন্নাই সুপার কিংস তাকে পাচ্ছে না। খবর ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকবাজের।

শুক্রবার (১৫ এপ্রিল) ক্রিকবাজ এক প্রতিবেদনে বলেছে, এতদিন শঙ্কা থাকলেও এবার অফিশিয়ালি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন চাহার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) ইনজুরি রিকভারির চেষ্টা করছিলেন তিনি। কিন্তু এখন কাঁধের ইনজুরিতে পড়েছেন চাহার।

এবারের আইপিএলের নিলামে ১৪ কোটি রুপিতে দীপক চাহারকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। ড্রাফট থেকে কেনা খেলোয়াড়দের মধ্যে তিনিই চেন্নাইয়ের সবচেয়ে দামি প্লেয়ার। এবারের আসরে সবচেয়ে দামি পেসারও তিনি। অথচ ইনজুরির কারণে একটি ম্যাচেও খেলা হলো না তার।

গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হাঁটুতে চোট পেয়েছিলেন চাহার। এরপর থেকে গুঞ্জন শুরু হয় যে, তাকে অর্ধেক টুর্নামেন্টের জন্য মিস করবে চেন্নাই। কেউ কেউ বলেছিলেন, পুরো টুর্নামেন্টেই দীপককে আর দেখা নাও যেতে পারে। অবশেষে তা-ই সত্যি হলো।

এবারের আইপিএল শুরু হয়েছে ২৬ মার্চ, ফাইনাল হবে ২৯ মে। টুর্নামেন্টে চেন্নাই এখন পর্যন্ত খেলেছে ৫ ম্যাচ। চাহারহীন চেন্নাই শিবিরের পারফরম্যান্সও যাচ্ছেতাই। মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে তারা, পয়েন্ট টেবিলে দলের অবস্থানও নিচের দিক থেকে দুইয়ে। অথচ চাহার থাকলে ফল ভিন্ন হতে পারত চেন্নাইয়ের জন্য।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন