রাজনীতি ডেস্ক :
দীর্ঘদিন পর আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে গণভবনে শুরু হওয়া বৈঠকটি এখনও চলছে।
সূত্র বলছে, বেশ কয়েকটি জেলার নেতাসহ, সহযোগী কয়েকটি সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা এতদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। সেই অচলাবস্থা নিরসনে এবার উদ্যোগ নেয়া হচ্ছে।
এ মতবিনিময় সভায় দলীয় শৃঙ্খলাসহ সাংগঠনিক বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সভাপতি দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।