জাতীয় ডেস্ক :
আওয়ামী লীগ সরকারের আমলেই বীর মুক্তিযোদ্ধারা বেশি সম্মান পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বীর।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা পরিষদ চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, মিলনমেলা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন। জিয়া এবং এরশাদ সরকার মুক্তিযোদ্ধাদের অপমান ও অবহেলা করেছে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের মেট্রোরেলে ভাড়া লাগবে না, তারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন ।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী প্রমুখ। পরে জেলার ৪০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় অন্যদে মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা।
