হোম অন্যান্য আ. লীগ ভোটে না এলে গণভোট থেকে বিমুখ হবে ৪৫ শতাংশ ভোটার:কাদের সিদ্দিকী

আ. লীগ ভোটে না এলে গণভোট থেকে বিমুখ হবে ৪৫ শতাংশ ভোটার:কাদের সিদ্দিকী

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

নিউজ ডেস্ক:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, গণভোট আর জাতীয় ভোট একসঙ্গে হবে হোক। গণভোট নিয়ে দেশের মানুষ কনসার্ন না। তবে আওয়ামী লীগকে ভোট করতে না দেওয়া হলে গণভোট থেকে বিমুখ হবে ৪০ থেকে ৪৫ শতাংশ ভোটার।

আজ রবিবার (১৬ নভেম্বর) ইসির সঙ্গে সংলাপে এ মত দেন তিনি।

বর্তমান সরকার দেশকে বিভক্ত করেছে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার পতন হয়েছে বঙ্গবন্ধু হারিয়ে যায়নি, মুক্তিযুদ্ধ মুছে যায়নি। জয় বাংলা বলে দেশকে স্বাধীন করেছি, সেই স্লোগান বলায় গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায়নি। জামায়াত দেশবাসীর কাছে ক্ষমা চাইলে তাদের ক্ষমা করে দিতাম বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন