জাতীয় ডেস্ক :
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ভোট চুরি করে কখনো ক্ষমতায় বসেনি, বসবেও না৷ আওয়ামী লীগ জনগণের ভোট নিয়েই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ভোটের মাধ্যমেই এসেছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, সব দল নির্বাচনে আসুক। কিন্তু কাউকে জিতিয়ে দেয়ার শর্তে তো আনা যায় না।’
তিনি বলেন, ‘বিএনপি তাদের অতীতের কথা, জন্মের কথা ভুলে গেছে। নির্বাচনে প্রহসন তো তাদেরই সৃষ্টি। এসব কী তারা ভুলে গেছে। মানুষের ভোটাধিকার আওয়ামী লীগই প্রতিষ্ঠা করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনেক হুমকি দিচ্ছে। এটাই তো তাদের কাজ। তারা যদি শক্তিশালী হতো, তাহলে অনেক কিছুই হতে পারতো।
