জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগ কখনোই বৈধ সরকার ছিল না, সন্ত্রাসী কায়দায় তারা ক্ষমতা দখল করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর ড. শহীদুজ্জামান। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাওয়ায় জুলাই বিপ্লবে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে এক সেমিনারে এ কথা বলেন তিনি। সেখানে কথা বলেন একাধিক সাবেক সেনা কর্মকর্তারা।
বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। তবে পরিস্থিতি অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সাবেক সেনা কর্মকর্তারা।
তারা বলেন, ছাত্র-জনতার বিপ্লবে গুলি না করার সিদ্ধান্ত নিয়ে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সেনাবাহিনী, তা ইতিহাসে বিরল। বলেন, দেশে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই। তবে ছোট ছোট গোলযোগ তৈরি করে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
