বিনোদন ডেস্ক:
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে এক সাংবাদিকের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ডিবি অফিসে প্রবেশ করেন তিনি।
সেখান থেকে বেরোলে সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় তিশাকে। জবাবে অভিনেত্রী বলেন, একজন স্পেসিফিক সাংবাদিককে আমি ওই কথা বলেছি, সবাইকে বলিনি। এক সাংবাদিকের টেক্সট পেয়ে আমি তাকে ফোন কল করি। তার টেক্সটা নারী হিসেবে আমার কাছে বেশ সেনসেটিভ লেগেছে। এই প্রশ্নটা তিনি নারীকে করতে পারেন না।
তিনি আরও বলেন, সে কী প্রশ্ন করেছে সেটা আমি এত মানুষের সামনে মুখে আনতে পারব না। তবে আপনারা পারসোনালি দেখতে চাইলে দেখাতে পারব।
পরে জানা যায়, ওই সাংবাদিক হলেন মাজহারুল ইসলাম তামিম। তিনি দেশের একটি টিভি চ্যানেলে কর্মরত।
এরপর ২১ নভেম্বর সাংবাদিক তথা গণমাধ্যমের বিরুদ্ধে টিভি অভিনেত্রী তিশার বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে সমবেত হয়েছেন সাংবাদিকরা। সমাবেশে তিশাকে ডিবি কার্যালয়ে সংবাদকর্মী মাজহারুল ইসলাম তামিমের ওপর আরোপিত অভিযোগ তুলে নিতে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।
সার্ক ফোয়ারার সামনে থেকে তামিম বলেন, অভিনেত্রী তিশা অ্যাবরশন করিয়েছেন, এমন একটি কথা ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুজবও তো ছড়ায়। আমি জাস্ট তিশাকে জিজ্ঞাসা করেছি যে, আপনার বিষয়ে ছড়ানো ওই তথ্যের প্রসঙ্গে কিছু বলবেন কিনা? ক্লিয়ার একটি স্টেটমেন্ট দিন। এতটুকুই। আমি কিন্তু তাকে এ বিষয়ে কথা বলার জন্য জোর করিনি।