হোম আন্তর্জাতিক অ্যাপার্টমেন্টে থেকে ট্রাম্পের বড়বোনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় বোন ম্যারিয়্যান ট্রাম্প ব্যারির মৃত্যু হয়েছে। নিজের অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

সূত্র জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টায় ফিফথ অ্যাভিনিউ অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সূত্র আরও জানায়, ইমার্জেন্সি ক্রুরা এক ব্যক্তির কার্ডিয়াক অ্যারেস্টের খবর পেয়ে সাহায্যের জন্য সেখানে যান। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

বড় বোনের মৃত্যুর বিষয়ে মন্তব্য জানতে চাইলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

ম্যারিয়্যান তিনি মেয়াদে ইউএস কোর্ট অব অ্যাপিলসে জ্যৈষ্ঠ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে তিনি অবসর গ্রহণ করেন। ১৯৮৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তাকে ডিস্ট্রিক্ট অব নিউ জার্সির ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগ দেন। সবশেষ ১৯৯৯ সালে বিল ক্লিনটন তাকে তৃতীয় তৃতীয় মেয়াদে ইউএস কোর্ট অফ অ্যাপিলসে নিয়োগ দেন।

বড়বোনের মৃত্যুর ঘটনায় চার ভাইবোনের তিনজনকেই হারালেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২২ সালের আগস্টে তার ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। এছাড়া তার আরেক ভাই ফ্রেড ট্রাম্প জুনিয়র ১৯৮১ সালের সেপ্টেম্বরে মারা যান। তিনিও হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন